শেরপুরে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
শেরপুর প্রতিনিধি :
|
শেরপুরে বজ্রপাতে স্কুলছাত্র নিহত স্থানীয়রা জানান, দুপুরের দিকে উপজেলার মালাকুচা রাস্তা হয়ে স্কুল থেকে সহপাঠীদের সাথে বাড়ি ফিরছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এতে রাতুল গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তানজিনা আফরিন ইভা ঘটনার সত্যতা নিশ্চিত করেন । ডেল্টা টাইমস্/রফিক মজিদ/ সিআর/এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |