১০০০ কোটি পারিশ্রমিক হাঁকাচ্ছেন সালমান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
সুপারস্টার সালমান খান ‘বিগ বস’ নতুন সিজনে ১০০০ কোটি রুপির রেকর্ড পারিশ্রমিক নেবেন। ব্যাপারটা নিজেই খোলাসা করলেন ‘ভাইজান’। জানালেন তিনি ঠিক কত নিচ্ছেন নতুন শোয়ের জন্য। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন সিজনের প্রথম প্রতিযোগীকে পরিচয় করিয়ে দেন সালমান। তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার সহ-অভিনেতা আবদু রজিক এবারের সিজনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানেই শোয়ে নিজের পারিশ্রমিক নিয়ে মুখ খোলেন এই সুপারস্টার। বলেন, ‘আমি আমার ১০০০ কোটি রুপির পারিশ্রমিক ফেরত দেব।’ পারিশ্রমিক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি যদি এই পরিমাণ পারিশ্রমিক পাই তবে আর বাকি জীবন কাজ করব না। এমন একদিন আসবে যখন আমি এই পরিমাণ পারিশ্রমিক পাব। যদি পাইও, সেখানে অনেক খরচাপাতি থাকবে… আইনজীবির ফি এবং অন্যান্য খরচ।’ সালমান বলেন, ‘আমার পারিশ্রমিক এত বিশাল না। এর এক চতুর্থাংশও না।’ রসিকতার ছলে বলেন, সংবাদে যে পরিমাণ টাকার কথা উল্লেখ করা হয়েছে এটা যখন কর-কর্মকর্তাদের নজরে আসবে এবং তারা যখন তদন্তে নামবে তখন আসল সত্য বেরিয়ে আসবে।’ ১ অক্টোবর ‘বিগ বস’ সিজন ১৬ প্রিমিয়ার হবে। সেদিন অন্যান্য প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রত্যেক প্রতিযোগিকে বিগ বসের ঘরে থাকতে হবে ১০০ দিন। ডেল্টা টাইমস্/ সিআর/এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |