অভিমানে ছেলেকে নিয়ে বিষপান, মায়ের মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ফাইল ছবি বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়া খাতুন (২৫) উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের ইকাল হোসেনের স্ত্রী। তার ছেলে আবির হোসেন (৯)। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে প্রিয়া তার ছেলেকে বিষপান করান। এ সময় প্রিয়া নিজেও বিষপান করেন। পরে স্থানীয়রা জানতে পেরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়ার মৃত্যু হয়। তবে ছেলে আবির চিকিৎসাধীন রয়েছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী ইমবাদ হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় প্রিয়া মারা গেছেন। তার ছেলে আবির বর্তমানে সুস্থ রয়েছে। তবে শঙ্কাযুক্ত নয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হালিমুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |