মেহেরপুরে ১৫ কেজি রুপাসহ গ্রেপ্তার ২ পাচারকারী
মেহেরপুর প্রতিনিধি:
|
![]() মেহেরপুরে ১৫ কেজি রুপাসহ গ্রেপ্তার ২ পাচারকারী গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ আহম্মেদ (২৫) ও একই গ্রামের শওকত আলীর ছেলে ধনী রহমান (৩৩)। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে রুপা পাচারের খবর পেয়ে করমদি গ্রামে অবস্থান নেয় পুলিশ। সকাল সাতটার দিকে তারা পুলিশের হাতে ধরা পড়ে। তিনি জানান, এ সময় মোটরসাইকেলে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই চক্রের সাথে আরও কারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। ডেল্টা টাইমস্/এস এম তারেক/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |