মহেশপুরে ৪০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মহেশপুরে ৪০ স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ওই উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বারগুলো জব্দ ও তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছেন ঝিনাইদহের মহেশপুর-খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ। তিনি জানান, গোপন তথ্যে ভিত্তিতে জুলুলী সীমান্তের যাদবপুর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে শওকত আলীকে গ্রেপ্তার করা হয়। তখন তার কাছ থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ৬৬৮ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ৮০ লাখ টাকা। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |