সুন্দরগঞ্জে নারীর আত্মহত্যা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
|
গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় রশি পেঁচিয়ে সিন্ধু বালা (৫৫) নামে এক নারী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজী গ্রামে এঘটনা ঘটে। সিন্ধু বালা ওই গ্রামের মনিন্দ্র চন্দ্রের স্ত্রী। স্থানীয়রা জানায়, সিন্ধু বালা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করেও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এমতাবস্থায় বৃহস্পতিবার বিকেলে বাড়িতে লোকজন না থাকায় সবার অগোচরে বাড়ির দক্ষিণ দুয়ারী টিনশেড ঘরের ধর্নার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে পরিবার লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘গলায় রশি পেঁচিয়ে সিন্ধু বালা নামে এক নারী আত্মহত্যা করেছে। এনিয়ে একটি ইউডি মামলা হয়েছে।’ ডেল্টা টাইমস্/জাহিদ হাসান জীবন/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |