যাত্রাবাড়ীতে বাসচাপায় ব্যবসায়ী নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() যাত্রাবাড়ীতে বাসচাপায় ব্যবসায়ী নিহত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। নিহত ফারুকের বন্ধু রুবেল বলেন, ফারুক ঠিকাদারি ব্যবসা করত। সকালে বাসা থেকে বের হয়ে হাশেম রোডের মাথায় রাস্তা পারাপারের জন্য দাঁড়ালে ঢাকাগামী তিশা এক্সক্লুসিভ (চাঁদপুর-জ-১১-০০২৯) বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। রুবেল জানান, ফারুক যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পূর্বচর সিতা গ্রামের মোহাম্মদ উল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |