৩০ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ছবি: ডেল্টা টাইমস্ ঘটনাবলি: ১৬৬৭ - অওরঙ্গজেবের সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা। ১৮৬০ - ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।১৮৮২ - প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়। ১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন। ১৯২৮ - পেনিসিলিনের আবিষ্কারের কথা প্রথম ঘোষিত হয়। ১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে। ১৯৩৮ - জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৩৯ - পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়। ১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়। ১৯৯৩ - ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে। জন্ম: ১২০৭ - জালালুদ্দিন রুমি, তিনি ছিলেন পারস্যের কবি। ১৪৪৪ - ডোনাটো ব্রামান্তে, তিনি ছিলেন ইতালির প্রখ্যাত স্থাপত্য শিল্পী। ১৮৭০ - জঁ-বাতিস্ত পেরাঁ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ। ১৯০৫ - নেভিল ফ্রান্সিস মট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ। ১৯২৮ - এলি ওয়িইয়েসেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানিয়ান বংশোদ্ভূত মার্কিন লেখক, অধ্যাপক ও সমাজকর্মী। ১৯৩১ - জ্যাঁ মারি লেঁ, তিনি ছিলেন নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ। ১৯৫১ - ব্যারি মার্শাল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান চিকিৎসক। ১৯৬২ - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি একজন বাঙালি চলচ্চিত্র চিত্রনায়ক। ১৯৭২ - শান্তনু মুখার্জী শান, তিনি একজন খ্যাতিমান ভারতীয় গায়ক। ১৯৮৫ - টি-পেইন, মার্কিন র্যাপারর, প্রযোজক ও অভিনেতা। মৃত্যু: ১৮৭৫ - শিক্ষাবিদ প্যারীচরণ সরকার, তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা। ১৯৪৩ - রামানন্দ চট্টোপাধ্যায়ের, তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক। ১৯৫৩ - আবদুল করিম, তিনি ছিলেন সাহিত্য বিশারদ উপাধিতে ভূষিত পুঁথি সংগ্রাহক ও লেখক। ১৯৫৫ - জেমস ডিন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা। ১৯৮৫ - সিমন সিগ্নরেট, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী। ১৯৯০ - প্যাট্রিক হোয়াইট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক। ১৯৯৮ - রবার্ট লুইস টেলর, তিনি ছিলেন মার্কিন লেখক। ২০০৪ - মাইকেল রেলফ, তিনি ছিলেন ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০১৩ - রাম্বলিন ‘টমি স্কট’, তিনি ছিলেন মার্কিন গায়ক ও গিটার। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |