টঙ্গীতে গাঁজার কারখানা, ৫ কারবারি গ্রেপ্তার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
|
গাজীপুরের টঙ্গীতে একটি গাঁজা প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় ২৫ কেজি গাঁজা, একটি বাস, একটি নোয়া মাইক্রোবাস, দুইটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মাহবুব উজ জামান। এ সময় অতিরিক্ত উপ-কমিশনার হাসিবুল আলম, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ৩৫ বছর বয়সী ফোরকান হোসেন শান্ত, ১৫ বছরের কামরুল ইসলাম ইয়াছিন, ৩০ বছরের হনুফা, ২৫ বছরের ইসমত আরা ওরফে সাবিনা এবং ২৮ বছর বয়সী শহিদুল ইসলাম। মাহবুব উজ জামান বলেন, ‘টঙ্গীতে অভিযান চালিয়ে একটি গাঁজা প্রক্রিয়াকরণ কারখানার সন্ধান পায় পুলিশ। এ সময় ২৫ কেজি গাঁজা ও ২৮ হাজার ৩৩০ টাকা, একটি বাস, একটি নোয়া মাইক্রোবাস, দুইটি পিকআপ, দুটি মোবাইল, দুটি স্বর্ণের চেইন, মাদক কেনাবেচার নয়টি হিসাব রেজিস্ট্রার ও একটি গাড়ির ভুয়া নেমপ্লেট উদ্ধার করা হয়।’ পরে টঙ্গী ও ডিএমপির মিরপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। মাহবুব উজ জামান আরও বলেন, ‘গ্রেপ্তার ফোরকান হোসেন শান্তর নামে দুটি মাদক মামলাসহ মোট তিনটি এবং ইসমত আরা ওরফে সাবিনার নামে একটি মাদক মামলা আছে।’ তিনি জানান, ফোরকান হোসেন শান্ত দীর্ঘ দিন ধরে তার সহযোগীদের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ বিভিন্ন জায়গায় কেনাবেচা করে আসছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলার পর শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ডেল্টা টাইমস্/জাহাঙ্গীর আকন্দ/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |