উলিপুরে তিস্তার ভাঙন রোধের দাবিতে জনসভা
কুড়িগ্রাম প্রতিনিধি:
|
কুড়িগ্রামের উলিপুরে টেকসই পরিবেশ বান্ধব উপায়ে নদীর ভাঙন রোধের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও তিস্তা নদী রক্ষা কমিটির উদ্যোগে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকার বজরা দারুল উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় তিস্তা নদী রক্ষা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর সাধারণ সম্পাদক শরীফ জামিল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, কুড়িগ্রাম সোসাইটি ঢাকা'র সভাপতি প্রকৌশলী ফজলুল হক, সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবিব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক ইউসুফ আলমগীর, বাপা পাবনা জেলার সভাপতি এড. তসলিম হাসান সুমন, সাধারন সম্পাদক আব্দুল হামিদ, সমাজ সেবক আসাদুজ্জামান আনছারী প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম সোসাইটি ঢাকা'র সাধারণ সম্পাদক আশরাফুল আলম চিশতী শাহিন। জনসভায় বক্তারা তিস্তা নদী ভাঙ্গনরোধে মহাপরিকল্পনা গ্রহন করে তা মেগা প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানান। তিস্তার ভাঙনে প্রতি বছর রংপুর অঞ্চলের চারটি জেলার লক্ষ কোটি টাকা ক্ষতি সাধন হয়। কয়েক হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করলে তিস্তা নদীর ভাঙন রোধ করা সম্ভব। ভাঙন রোধের ফলে এলাকার মানুষ দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পাবেন বলে বক্তারা দাবি করেন। ডেল্টা টাইমস্/মো: জাহিদ/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |