মাল্টায় আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মাল্টায় আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পবিত্র গীতা পাঠ এবং জাতীয় সংগীতের পর শুরু হয় আলোচনা সভা। এ সময় মাল্টা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাওসার আমিন হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক রাজিব দাস প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য মাল্টা আওয়ামী লীগে অতীতের চেয়ে এখন সুসংগঠিত বলে জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি অরুণ চন্দ্র কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন ঘোষ, সাংগঠনিক সম্পাদক রাজিব দাশ, কোষাধ্যক্ষ আল-আমিন, প্রদীপ দাশ, আনোয়ার মোল্লা, নাসির উদ্দিন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম , মিল্টন, আবুল কালাম আজাদ, জামাল খান, দুর্জয়, আসিফ, জসিম, মাইদুল এবং মোহা. দিপুসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয় এবং কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্ম দিনের অভিনন্দন জানানো হয়। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |