শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০

শেরপুরে স্কুলছাত্র হত্যায় গ্রেপ্তার ৪
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩২ পিএম | অনলাইন সংস্করণ

শেরপুরে স্কুলছাত্র হত্যায় গ্রেপ্তার ৪

শেরপুরে স্কুলছাত্র হত্যায় গ্রেপ্তার ৪

শেরপুরে স্কুলছাত্র নাইম মিয়া লাবন হত্যার দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন—নয়ন, হৃদয়, মনির ও আসলাম।

নিহত নাইম স্থানীয় ঘুঘুরাকান্দি মডেল একাডেমির ষষ্ঠ শ্রেণির চাত্র ছিল। তার বাবার নাম মাসুদ মিয়া।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান জানিয়েছেন, গত ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার ঘুঘুরাকান্দি গ্রামের মাসুদ মিয়ার ছেলে নাইম মিয়া লাবন খুন হয়। ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পর হা-ডু-ডু খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন সকালে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায় স্থানীয় এক লেবু বাগানে। ওই দিনই এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়।

পুলিশ কর্মকর্তা মো. হান্নান আরও জানান, ঘটনার দিন লাবন ও গ্রেপ্তার হওয়া চারজন লেবু বাগানে ড্যান্ডি গামের নেশা করতে যায়। নেশাগ্রস্ত অবস্থায় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নাইমকে ওই চারজনে মিলে হত্যা করে।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটকের পর তার দেওয়া তথ্যানুযায়ী অন্যদের আটক করে। এদের মধ্যে দুজন এ ব্যাপারে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com