মানবাকৃতির রোবট পরখ করে দেখলেন ইলন মাস্ক
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মানবাকৃতির রোবট পরখ করে দেখলেন ইলন মাস্ক মাস্ক জানিয়েছেন, ‘অপটিমাস’ নামের এই রোবটের খরচ পড়বে ২০ হাজার ডলারের কম। তবে রোবটি এখনই কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলেই জানিয়েছে কোম্পানিটি। এ বিষয়ে মাস্ক বলেন, ‘অপটিমাসকে পরিশুদ্ধ ও প্রমাণ করতে আরও অনেক কাজ এখনও বাকি।’ মাস্ক জানিয়েছেন, বর্তমানে বিদ্যমান রোবটগুলোর নিজেদের থেকেই সমস্যার সমাধান করার সক্ষমতা আছে। তবে তাদের তৈরি করা অপটিমাস রোবট হবে আরও সক্ষম। টেসলা এমন লাখ লাখ রোবট বানানোর পরিকল্পনা করছে বলেও জানান মাস্ক। টেসলার দাবি, এই রোবট পরিপূর্ণভাবে কারখানার কাজে লাগানো যাবে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এই রোবটের ওজন হবে ৭৩ কেজি। ইলন মাস্ক বলেন, ‘এই রোবটগুলো হাঁটার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নয়, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো হাঁটতে পারবে।’ --- সূত্র: রয়টার্স ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |