রংপুরে ডেল্টা টাইমস্ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রংপুর ব্যুরো
|
![]() ছবি: ডেল্টা টাইমস্ শনিবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে হতে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার রংপুর বিভাগীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় রংপুর বিভাগীয় প্রধান বাবলুর রহমান বারীর সভাপতিত্বে উপস্তিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু , একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের রংপুর বিভাগীয় প্রধান লিয়াকত আলী বাদল, একুশে সংবাদের রংপুর প্রতিনিধি আবু হাসান মো. রুকুনুজ্জামান, দৈনিক ডেল্টা টাইমস এর রংপুর প্রতিনিধি মীর আনোয়ার আলীসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক র্যালিতে অংশ গ্রহণ করেন। ডেল্টা টাইমস্/সিআর/বাবলুর রহমান বারী/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |