|
বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ছবি : সংগৃহীত টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই কিউই শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯ রানে ৫ বলে ২ রান করা ফিন অ্যালানকে আউট করেন শরিফুল। অ্যালানের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন টিম সেইফার্ট। মারমুখি ব্যাটিং করতে থাকেন সেইফার্ট। তবে দলীয় ৫৮ রানে ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন সেইফার্ট। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব। সেইফার্টের বিদায়ের পর ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিচেল। ১১ ওভারে ২ উইকেট ৭২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |