বগুড়ায় তালাবদ্ধ ফ্লাট থেকে ১৮ মামলার আসামী যুবলীগনেতা গ্রেপ্তার
বগুড়া সদর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫২ পিএম

বগুড়ায় তালাবদ্ধ ফ্লাট থেকে ১৮ মামলার আসামী যুবলীগনেতা গ্রেপ্তার

বগুড়ায় তালাবদ্ধ ফ্লাট থেকে ১৮ মামলার আসামী যুবলীগনেতা গ্রেপ্তার

বগুড়া জেলা যুবলীগের সহসভাপতি ১৮ মামলার আসামী আলহাজ্ব শেখকে (৫৩) একটি তালাবদ্ধ ফ্লাটের বাথরুম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে শহরের সুত্রাপুর এলাকায়  তিন ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এসএম মঈনুদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপন করেন যুবলীগ নেতা আলহাজ্ব শেখ। মঙ্গলবার রাতে পুলিশের কাছে তথ্য আসে আলহাজ্ব শেখ তার বাড়িতেই অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত ১২ টার দিকে সদর থানা ও ডিবি পুলিশে যৌথ টীম শহরের গোহাইল রোডে সুত্রাপুর এলাকায় আলহাজ্ব শেখের বাসায় অভিযান চালান। আট তলা ভবনের প্রতিটি ইউনিট তল্লাশী করেও পুলিশ আলহাজ্ব শেখকে খুঁজে পায় না।এক পর্যায় ভবনের ছাদে গিয়ে পুলিশ দেখতে পারে সিড়ি ঘরে দরজা খোলা।এতে পুলিশের সন্দেহ হয় আলহাজ্ব শেখ ছাদ দিয়ে পালিয়ে যেতে পারে। সেই সন্দেহ থেকে পুলিশ পাশের আরেকটি আটতলা ভবনে তল্লাশী শুরু করে। একপর্যায় পুলিশ দেখতে পারে আটতলায় জনৈক বাবুর একটি ফ্লাট তালাবদ্ধ করে রাখা হয়েছে। পুলিশ ওই ফ্লাটের মালিককে ফোন করলে তিনি জানান,বাসায় তালা দিয়ে তিনি স্ত্রী সন্তান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। একপর্যায় পুলিশ ওই ফ্লাটের তালা ভেঙ্গে তল্লাশী করতে চাইলে ফ্লাটের মালিক চাবি পৌছে দেন। পরে রাত তিনটার দিকে তালাবদ্ধ ফ্লাট খুলে বাথরুম থেকে আলহাজ্ব শেখকে গ্রেপ্তার করে।

পুলিশ আরো জানায় গ্রেপ্তারের পর আলহাজ্ব শেখ পুলিশকে জানায় গত ৫ আগস্ট সরকার পতনের পরপরই তিনি আত্মগোপনে চলে যান। গত ৩০ ডিসেম্বর রাতে বাড়িতে আসেন। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

সদর থানার ওসি জানান, গ্রেপ্তারের পর আলহাজ্ব শেখকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। জুলাই- আগস্টে  ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ ১৮ টি মামলা হয় আলহাজ্ব শেখের নামে। এছাড়াও আলহাজ্ব শেখের নামে পুর্বের আরো মামলা রয়েছে।তিনি পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


ডেল্টা টাইমস/আবদুস সবুর/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com