বিমানবন্দর থেকে নায়িকা নিপুণ আটক
সিলেট প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১০:১১ এএম

বিমানবন্দর থেকে নায়িকা নিপুণ আটক

বিমানবন্দর থেকে নায়িকা নিপুণ আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার সময়  বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।। এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বাতিল করা হয়েছে তার লন্ডনযাত্রা।

ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে দলটির সব নেতা পালিয়ে যান। কেউ কেউ বিদেশ পাড়ি জমালেও অনেকে দেশেই আত্মগোপনে থাকেন।

হাসিনা সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকারা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকায় তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়। এমন অবস্থায় গ্রেফতার এড়াতে অনেকে আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে চিত্রনায়িকা নিপুণ আক্তারও ছিলেন।

নিপুণ আক্তার দেশে ছিলেন নাকি লন্ডনে পাড়ি জমিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। আগেই গুঞ্জন উঠেছিল লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। তবে গত অক্টোবরের শেষ দিকে গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশেই আত্মগোপনে আছেন নিপুণ আক্তার। গ্রেফতারের ভয়ে দেশ ছাড়তে পারেননি তিনি। অবশেষ আজ আজ তাকে আটকের খবর জানা গেল।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হন এই অভিনেত্রী। বিশেষ করে সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলা করে চেয়ারে বসে হন বিতর্কিত। এফডিসিকেন্দ্রিক একটি শক্তির প্রকাশ করেন নিপুণ। এ সময় আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতার সহযোগিতা নেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com