৩ খানকে নিয়ে বড় পরিকল্পনা কঙ্গনার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১২:১৮ পিএম

৩ খানকে নিয়ে বড় পরিকল্পনা কঙ্গনার

৩ খানকে নিয়ে বড় পরিকল্পনা কঙ্গনার

বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিখ্যাত ভাইজান সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের সঙ্গে কোনো ছবিতেই জুটি বাঁধেননি অভিনেত্রী কঙ্গনা রানাউত। এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন— তিন খানের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী নন তিনি। কারণ খানদের বিপরীতে অভিনয় করলে কখনই তিনি প্রাথমিক গুরুত্ব পান না। শুধু নায়কের বাহুলগ্নার চরিত্রে অভিনয় করতে তিনি রাজি নন। তাই ছবির প্রস্তাব এলেও বারবার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার তিন খানকে নিয়ে বড় পরিকল্পনা জানালেন কঙ্গনা রানাউত। 


এ মুহূর্তে ‘ইমার্জেন্সি’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত আছেন কঙ্গনা রানাউত। সেই ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়— আগামী দিনে কি তার পরিচালনায় শাহরুখ, সালমান ও আমিরকেও দেখা যাবে? সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী। তিন খানের পরিচালক হতে নাকি এক পায়ে রাজি কঙ্গনা।
অভিনেত্রী বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল— আমি বলিউডের তিন খানকে কোনো ছবিতে পরিচালনা করতে চাই কিনা। তিনি বলেন, কেন করব না? ভালো চিত্রনাট্য থাকলে অবশ্যই করব। অভিনেত্রী বলেন, আমি মনে করি— ওদের মধ্যে সত্যিই যোগ্যতা রয়েছে। কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে চলেছেন ওরা। তাই ওদের সঙ্গে কাজ করতে পারলে ভালোই লাগবে।

অভিনেত্রী তিন খানের সঙ্গে জুটি বাঁধেননি ঠিকই। কিন্তু শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন কঙ্গনা রানাউত। কিছু দিন আগে শাহরুখপুত্র আরিয়ানকে নিয়েও একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সমসাময়িক তারকা সন্তানদের প্রায় সবাই ক্যামেরার সামনে অভিনয় করছেন। সেই জায়গায় পরিচালকের ভূমিকায় আরিয়ানকে দেখতে নাকি অপেক্ষা করে রয়েছেন তিনি।

উল্লেখ্য, কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবি ‘ইমার্জেন্সি’ ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com