চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হচ্ছে না সাকিবের!
ডেল্টা টাইমস ডেস্ক:
|
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হচ্ছে না সাকিবের! চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে মূলত দুজন ক্রিকেটারকে নিয়ে ধন্দে ছিলেন নির্বাচকরা। এর মধ্যে তামিম ইকবাল শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানকে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হচ্ছে না। এর আগে সাকিব গত বছর ভারত সফরের সময়ই জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। কিন্তু বিভিন্ন বিতর্ক এবং বিশেষ করে স্বৈরাচার এবং গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণে অনেকেই তাকে জাতীয় দলে দেখতে চাননি। এর ফলে সাকিবের সেই ইচ্ছা আর পূরণ হয়নি। বোলিং অ্যাকশন নিয়ে সাকিবের সমস্যাও নতুন করে তাকে দলে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত বছর ইংল্যান্ডে কাউন্টি ম্যাচ খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে পরীক্ষা দিতে বলে। গত ডিসেম্বরের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ে এবং পরে ২১ ডিসেম্বর চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে দুইবারই ব্যর্থ হন সাকিব। ফলে বর্তমানে তার বোলিং কার্যক্রম নিষিদ্ধ। শুধু ব্যাটার হিসেবে সাকিবকে স্কোয়াডে নেওয়ার সম্ভাবনাও ক্ষীণ। বিসিবি হয়তো আগামীকাল সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে। যদিও আইসিসি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রেখেছে। তবে এ সময়ের মধ্যে সাকিব তার বোলিং অ্যাকশনের সমস্যা সমাধান করতে পারবেন কি না, তা অনিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’ তে। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |