‘সীমান্তে উত্তেজনা’ নিয়ে ভারতীয় হাইকমিশনারকে ডাকা হবে
নিজস্ব প্রতিবেদক:
|
![]() ‘সীমান্তে উত্তেজনা’ নিয়ে ভারতীয় হাইকমিশনারকে ডাকা হবে রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দেশটি যে কাটা তারের বেড়া নির্মাণ করছে, তাতে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। উপদেষ্টা আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারা ভারতের হাইকমিশনারকে দুয়েক দিনের মধ্যে ডাকবে। তিনি আরও বলেন, বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থানে থাকবে বিজিবি। ইতোমধ্যে লালমনিরহাটের দহগ্রামসহ পাঁচ স্থানের বেড়া নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল। সে সব চুক্তি পূর্ণবিবেচনা করার আবেদন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ছোট ঘটনা বড় করে প্রকাশ করা হয়। পরিস্থিতির অবনতি হয়। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |