বাংলাদেশের লাভ নির্ণয়ের পর রামগড় স্থলবন্দর চালুর সিদ্ধান্ত: নৌ উপদেষ্টা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বাংলাদেশের লাভ নির্ণয়ের পর রামগড় স্থলবন্দর চালুর সিদ্ধান্ত: নৌ উপদেষ্টা রোববার (১২ জানুয়ারি) খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী ২-৩ দিনে মধ্যে কমিটি গঠন করা হবে। কমিটির মাধ্যমে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। তারা রামগড়ে পরিদর্শন, পর্যবেক্ষণে এসে পুঙ্খানুপুঙ্খভাবে লাভ-ক্ষতি খতিয়ে দেখবে। বিশেষ করে রামগড় স্থল বন্দর চালু হলে বাংলাদেশ থেকে রপ্তানি হবে কি হবে না, লোকজন কত যাবে, রাজস্ব আয় কী পরিমাণ হবে ইত্যাদি দেখে কমিটি তাদের মতামত জানাবে। তাদের এ মতামতের উপর ভিত্তি করে রামগড় স্থলবন্দর চালুর সিদ্ধান্ত হবে। উপদেষ্টা বলেন, ভারতের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে রামগড় স্থল বন্দরের মাধ্যমে প্রয়োজনীয় মালামাল ভারতে নিয়ে যাওয়া। এ জন্য তারা সাব্রুমে রেলপথও স্থাপন করেছে। এ রেলের মাধ্যমে পণ্যের কন্টেইনার বিভিন্ন স্থানে পৌঁছে যাবে। কিন্তু এতে বাংলাদেশের কী লাভ হবে, তা দেখতে হবে। কমিটি দেখার আগে তাই আমি সরেজমিনে দেখে গেলাম। রামগড় স্থলবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, যতগুলো বন্দর পরিদর্শন করেছি, তার মধ্যে রামগড় বন্দরের কাজ খুবই দ্রুতগতিতে হয়েছে। ছয় মাস-এক বছরের মধ্যে অনেক কাজই করা হয়ে গেছে। রামগড় স্থলবন্দর, তথা মৈত্রীসেতু বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিরাপত্তা বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমি এখন আর নিরাপত্তা বিশেষজ্ঞ পদে নেই। ফেনী নদী থেকে ভারতের অবৈধভাবে পানি উত্তোলনের ব্যাপারে তিনি বলেন, এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের বিষয়। ভারত শুষ্ক মৌসুমে পানি নিচ্ছে। তবে এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ পেলে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে পারবো। রোববার দুপুর একটার দিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন রামগড় স্থলবন্দরে এসে প্রথমেই ফেনী নদীর ওপর ভারতের নির্মিত মৈত্রী সেতু পরিদর্শন করেন। তিনি সেতুর মধ্যবর্তী শূন্য রেখা পর্যন্ত যান। পরে স্থলবন্দরের উন্নয়ন কাজ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে রামগড় ইমিগ্রেশন ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |