বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
বগুড়া সদর প্রতিনিধি:
|
![]() বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত নিহত মিজানুর রহমান (৩৮) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নন্দীগ্রাম-দেওগ্রাম রাস্তায় ভুস্কুর বাজারে দুর্ঘটনাটি ঘটে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মিজানুর রহমান মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। ভুস্কুর বাজারে বিপরীতমুখী একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মারা যান। ওসি বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি দুর্ঘটনার পরপর পালিয়ে গেছে। ডেল্টা টাইমস/আবদুস সবুর/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |