রিয়েলমির নতুন ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স স্মার্টফোন বাজারে
নিজস্ব প্রতিবেদক:
|
![]() . নোট ৬০এক্স-এ রয়েছে ৫ হাজার এমএএইচ শক্তিশালী ব্যাটারি, যা একবার পুরোপুরি চার্জে ৪৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। এছাড়া এর ‘আর্মরশেল’ প্রোটেকশন ফিচার ফোনটিকে আট স্তরের নিরাপত্তা প্রদান করে। এই ফিচারের মধ্যে রয়েছে টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, শক প্রতিরোধক সার্কিট বোর্ড, অভ্যন্তরীণ সিলিং ও ইঞ্জিনিয়ারিং কাঠামো, যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলা-ময়লা থেকে সুরক্ষিত রাখে। ৬ দশমিক ৭ ইঞ্চি বড় উজ্জ্বল ডিসপ্লে এবং আই কমফোর্ট মোড রয়েছে, যা নীল আলো কমিয়ে চোখের আরাম নিশ্চিত করে। এমনকি সরাসরি সূর্যের আলোতেও ডিসপ্লে ঝকঝকে দেখা যায়। অক্টা-কোর প্রসেসরের সমন্বয়ে তৈরি নোট ৬০এক্স দিয়ে বিভিন্ন কাজ অত্যন্ত দ্রুত সম্পন্ন করা যায়। ফোনটিতে রয়েছে ৪ জিবি + ৮ জিবি ডায়নামিক র্যাম এবং ৬৪ জিবি রম, যা দ্রুত পারফরমেন্স এবং পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে। মাত্র ১০,৯৯৯ টাকা দামে ফোনটি এখন দেশের যেকোনো রিয়েলমি অথরাইজড রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে। রিয়েলমির নতুন এই স্মার্টফোনটি শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় মূল্যে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |