দিনাজপুর কোতয়ালী থানায় নতুন ওসির নেতৃত্বে বদলে গেল আইনশৃঙ্খলা
দিনাজপুর প্রতিনিধি:
|
![]() দিনাজপুর কোতয়ালী থানায় নতুন ওসির নেতৃত্বে বদলে গেল আইনশৃঙ্খলা গতবছরের ২২ অক্টোবর কোতয়ালী থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ডাকাতি, চাঁদাবাজি, খুন, গুম, মাদক চোরাচালানসহ নানা অপরাধ কার্যক্রম কঠোর হাতে দমন করেছেন। দায়িত্ব গ্রহণের পর দুই মাস আট দিনের ব্যবধানে ১১০টি রাজনৈতিক মামলা ওয়ারেন্ট, ১৩৭টি সাধারণ ওয়ারেন্ট এবং ৩৩টি সাজা ওয়ারেন্ট তামিল করেন। একই সময়ে ১৪৮ বোতল ফেনসিডিল, ১০৭৩ পিস ট্যাপেন্টাডল, ৪৫ পিস ইয়াবা, ৫২০ গ্রাম গাঁজা, এবং ৩৯১ লিটার চোরাই মদ উদ্ধারসহ ৩৬টি মাদক মামলা দায়ের করেন এবং ৬০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। নবাগত ওসি মতিউর রহমান সাধারণ জনগণের জন্য থানা কার্যক্রম সহজ ও সেবামুখী করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছেন। তার নির্দেশনায় থানা পুলিশ সদস্যরা গরিব ও অসহায় মানুষদের প্রতি বিশেষ যত্নশীল হয়ে কাজ করছেন। এক সাক্ষাৎকারে ওসি মতিউর রহমান বলেন, “আমার দায়িত্বপ্রাপ্ত এলাকাকে শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জনগণের আস্থা অর্জন করতে চাই এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।” উল্লেখ্য, তিনি ২০১৫ সালে দিনাজপুর কোতয়ালী থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন এবং মাদক উদ্ধার ও জনবান্ধব পুলিশিং সেবায় বিশেষ পুরস্কার লাভ করেন। তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে বর্তমানে থানার কার্যক্রম আরও আধুনিক, সুষ্ঠু এবং কার্যকর হয়েছে। সাধারণ মানুষ জানিয়েছেন, এখন থানায় অভিযোগ, জিডি বা মামলার জন্য আর কোনো ধরনের বিলম্ব বা হয়রানির শিকার হতে হচ্ছে না। পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাওয়ায় থানায় সেবা নিতে আগ্রহী হয়ে উঠেছেন তারা। ওসি মতিউর রহমানের নেতৃত্বে কোতয়ালী থানার পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি জনগণ ও পুলিশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হয়ে কাজ করছেন, যা থানা এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। ডেল্টা টাইমস/জাহিদ হোসেন/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |