জনতা ব্যাংকের নতুন ৭ মহাব্যবস্থাপককে ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক:
|
. ঢাকায় জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সোমবার (১৩ জানুয়ারি) নতুন কর্মকর্তাদের শুভ আগমনকে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। এসময় তাঁদেরকে ব্যাংকের সার্বিক কার্যক্রমে আরও কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি করার জন্য সকল কর্মকর্তাকে একযোগে কাজ করতে হবে, যাতে জনতা ব্যাংক দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আরো বেশি ভূমিকা রাখতে পারে। ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, নতুন কর্মকর্তাদের যোগদান জনতা ব্যাংকের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী ও সুষ্ঠু পরিচালনায় সহায়তা করবে। এছাড়া, তিনি ব্যাংকের কর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে আরও দ্রুত এবং সুফলমুখী পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন। নতুন যোগদানকৃত সাত মহাব্যবস্থাপক হলেন: ফারজানা খালেক, মোহাম্মদ আনিস, আলমগীর কবির চৌধুরী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, উম্মে কুলসুম, মো. আব্দুল বারেক চৌধুরী এবং মোহাঃ রবিউল আলম। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |