ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই: ইশা সাহা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই: ইশা সাহা সদ্যই মুক্তি পেয়েছে ইশা সাহা অভিনীত ছবি 'অপরিচিত'। সেই ছবির প্রচারে বেশকিছু সাক্ষাৎকারের মুখোমুখি হয়েছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে খোলামেলা নানান কথা বলেছেন ইশা। নিজের সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, আমি খুব অলস, অসামাজিক। কাজ না থাকলে আমি বাড়ি থেকে খুব একটা বের হই না। আমার ফ্রেন্ড সার্কেলে ৩-৪ জন আছে। তাই আমার সীমানাটাও খুব ছোট। ![]() ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই: ইশা সাহা ইশা আরও বলেন, আমি দেখেছি হুট করে কাউকে বিশ্বাস করতে নেই, পরবর্তীতে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না। সেজন্য আমার সময় লাগে। সে সময়টা এখন খুব বেশি কেউ দিতে পারে না। সকলেই লাইফে খুব দ্রুত এগোচ্ছে। অনেকের সঙ্গেই কথা বলি, আর যদি ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের কথা বলেন, তাহলে বলব কারোর সঙ্গেই তেমন বন্ধুত্ব নেই। তবে সম্পর্ক ভালো। আমার মিমিদিকে ভালো লাগে, দেখা হয় কথা হয়। পাওলি দি, রুক্মিণী, সকলের সঙ্গেই কথা হয়। তবে বন্ধুত্ব নেই কারো সঙ্গেই। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |