বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত
বগুড়া সদর প্রতিনিধি:
|
![]() বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত সোমবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার তেলিপুকুর অতিথি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন সরকার নাটোর জেলার সিংড়া উপজেলার সরকারপাড়া এলাকার প্রিয়নাথ সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৯টার দিকে তেলিপুকুর অতিথি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হচ্ছিলেন ট্রাকচালক নিরঞ্জন সরকার। এ সময় অজ্ঞাত এক বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ডেল্টা টাইমস/আবদুস সবুর/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |