এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:৪০ পিএম আপডেট: ১৪.০১.২০২৫ ১২:৪৫ পিএম

এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার। একই সাথে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে একদিন আগের স্থায়ী কমিটির সিদ্ধান্ত বিষয়ে জানানোর জন্য ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

তিনি বলেন, এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব। এই কারণ নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি এই বছরের মাঝামাঝিতেই নির্বাচন সম্ভব।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসরা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আগামী দুই একদিনের মধ্যে আরেকটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত আলোচনা করা হবে। সেজন্য স্থায়ী কমিটির সদস্য ড মঈন খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচন বিষয়ের বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। আমরা মনে করি এত বিলম্ব করার কোন কারণ নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, দেশেও স্থিতিশীলতা আসছে, এই মাসের মধ্যেও সংস্কার কমিটির রিপোর্ট চলে আসবে। একটি দেশে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোন প্রশ্নই উঠে না বলেও মন্তব্য করেন তিনি।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com