সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩:০৪ পিএম

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারায় দায়ের করা মামলায় তাদেরকে এই রায় দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৪, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এ.পি.পি হাদীউজ্জামান সেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের সোনাউল্লাহর ছেলে মো. এরশাদ আলী, পাবনা জেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে মো. নজরুল ইসলাম, হেমায়েপুরের মৃত নাছির উদ্দিনের ছেলে মো. আবুল হাসেম এবং জয়গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. হাসান আলী।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ২০১৮  সকাল ৮টার দিকে সাজেদা ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে উপজেলার বাড়াবিল গ্রামে কিস্তির টাকা উত্তোলন করার উদ্দেশ্যে যাত্রা করেন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করে অনুমান সোয়া ১২ টার দিকে বাড়াবিল গ্রামের বড় ব্রিজের উত্তর পাশে রাস্তার উপর অটোভ্যান রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আসামীরা ৩টি মোটরসাইকেল নিয়ে এসে আশরাফুল ইসলামকে ঘিরে ধরে, ১নং আসামী তার হাতে থাকা পিস্তল তার মাথায় ঠেকিয়ে এবং ৩নং আসামী তার হাতে থাকা শটগান বুকে ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে, অপর দুই আসামী তাকে কিলঘুষি মেরে তার ফুল প্যান্টের দুই পকেটে থাকা কিস্তির নগদ ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়।

এ সময় ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আসামীদের গণপিটুনি দেয়। এই ঘটনার পর শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক কে.এম রাকিবুল হুদা আসামীদের হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(অ) ধারায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১০ জন সাক্ষী উপস্থাপন করেন। দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় স্পেশাল ট্রাইব্যুনাল-৪ (যুগ্ম জেলা ও দায়রা জজ) আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ.পি.পি মো. হাদিউজ্জামান শেখ (হাদী) এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক (আতা)।


ডেল্টা টাইমস/জাকির হোসাইন/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com