জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন তিন পরিচালক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৫:৫৪ পিএম

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন তিন পরিচালক

জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন তিন পরিচালক

জনতা ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদে নতুন করে যোগ দিয়েছেন এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী, আব্দুল আউয়াল সরকার এবং ড. মো: শাহাদাৎ হোসেন।


এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী

ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এ. কে. এম. খবির উদ্দিন চৌধুরী জনতা ব্যাংক পিএলসি.-এর নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন শাখা ও ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আমানত সংগ্রহ, খেলাপি ঋণ আদায় ও বৈদেশিক বাণিজ্যে সাফল্যের জন্য তিনি একাধিকবার পুরস্কৃত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৪৯ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রুহিতার পাড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।


আব্দুল আউয়াল সরকার

আব্দুল আউয়াল সরকার জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং গবেষণা বিভাগের পরিচালক ছিলেন। ইসলামিক অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, এবং মুদ্রানীতিতে তিনি বিশেষজ্ঞ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী আউয়াল সরকার যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটি থেকে এমএসসি ইন ইন্টারন্যাশনাল ব্যাংকিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬০ সালে লালমনিরহাটের আদিতমারি উপজেলার তালুখারুদাস গ্রামে জন্মগ্রহণ করেন।


ড. মো: শাহাদাৎ হোসেন

ড. মো: শাহাদাৎ হোসেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব এবং প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা। তার কর্মজীবনে অর্থ মন্ত্রণালয়,

 স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে এমএসসি ডিগ্রি অর্জনকারী ড. শাহাদাৎ দীর্ঘ ৩০ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কাজ করেছেন। ১৯৬৩ সালে চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডমারা গ্রামে জন্মগ্রহণ করেন।

নতুন এই তিন পরিচালক জনতা ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com