টেকনাফে অনুপ্রেবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() টেকনাফে অনুপ্রেবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি মাছ ধরার বোটে করে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। কিছু অসাধু চক্রের মাধ্যমে তারা প্রবেশের চেষ্টা করে। শামলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে এসব রোহিঙ্গা সহজে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এখানে আরও নজরদারি বাড়ানো দরকার। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |