তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ : উপদেষ্টা শারমীন
নিজস্ব প্রদিবেদক:
|
![]() তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ : উপদেষ্টা শারমীন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে তিন
দিনব্যাপী (১৬ থেকে ১৮ জানুয়ারি ২০২৫ ) পিঠা মেলার উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা
বলেন। ![]() তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ : উপদেষ্টা শারমীন ![]() তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ : উপদেষ্টা শারমীন অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান। উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সংগঠনের উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে তারুণ্যের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে তিনি তারুণ্যের উৎসব পিঠা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন এবং তাদের তৈরিকৃত পিঠা খেয়ে ধন্যবাদ জানান। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |