৩১ দফা নিয়ে ছাত্রদল নেতার ব্যতিক্রমী প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
|
![]() . তিনি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্য এবং ছাত্রদল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি। জানা গেছে, শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষা (এমবিবিএস)-এর দিন পরীক্ষার্থীদের মধ্যে তারেক রহমানের প্রণীত ৩১ দফার ২৬ নম্বর দফা নিয়ে প্রচারণা চালান ডা. জহিরুল। উল্লেখিত দফায় বলা হয়েছে: "স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করিয়া 'সবার জন্য স্বাস্থ্য' এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের (NHS)-এর আদলে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করিয়া সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হইবে।" ডা. জহিরুল পরীক্ষার্থীদের মধ্যে এই দফাটি সম্বলিত একটি সুদৃশ্য জিপার ব্যাগ এবং একটি কলম উপহার হিসেবে প্রদান করেন। পরীক্ষার্থীরা ছাত্রদলের এমন কর্মসূচিকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রচারণার প্রতি আগ্রহ দেখান। ৩১ দফার এমন ব্যতিক্রমী প্রচারণা সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |