বান্দরবানে ট্রাকচাপায় বাইকের তিন আরোহী নিহত
চট্টগ্রাম প্রতিনিধি:
|
![]() বান্দরবানে ট্রাকচাপায় বাইকের তিন আরোহী নিহত শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড তারাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, আলীকদম ইউনিয়নের নাছির চেয়ারম্যান পাড়ার ২নম্বর ওয়ার্ড মাসুক আহম্মদের ছেলে মো. বেলাল (৩০), ২ নম্বর ওয়ার্ড বাজার পাড়ার মিন্টু র ছেলে মিনহাজ(১৮) এবং মনুমিস্ত্রীর কলোনী এলাকার চেয়ারম্যান পাড়ার মো. ছৈয়দ আমিনের বাবা মারা গেছেন। তার নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী তারাবনিয়া এলাকার বাসিন্দা পাখী বেগম বলেন, ‘আলীকদম থেকে দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক দুটি লামা উপজেলার দিকে যাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হন। পরে ট্রাকটির চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটির নম্বর চট্টগ্রাম -ল-৭২। ওসি মীর্জা জহির উদ্দিন জানান, থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |