ফরিদপুরে বাউবির এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() এই ব্যাচের শিক্ষার্থীরা সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর এবং বঙ্গবন্ধু সরকারি কলেজ, গোপালগঞ্জ স্টাডি সেন্টারের অন্তর্ভুক্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক, লেখক ও কলামিস্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ওপেন স্কুলের সহকারী অধ্যাপক জনাব আল-আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানে আলোচিত বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সম্পূর্ণ বাংলা মাধ্যমে পরিচালিত এই প্রোগ্রামের পাঠদান পদ্ধতি, আধুনিক বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা,বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির অবস্থান, এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের কোর্স কারিকুলাম এবং চাকরির বাজারে এই ডিগ্রির প্রয়োজনীয়তা। পাশাপাশি গণমানুষের দোরগোড়ায় বাউবির শিক্ষা সেবা বিস্তৃত করার বিভিন্ন দিক এবং প্রতিষ্ঠানটির সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা জনাব শাহীন উদ্দিন আহমেদ। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |