সাউথইস্ট ব্যাংকের “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৫” অনুষ্ঠিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:৩৭ পিএম আপডেট: ১৮.০১.২০২৫ ৪:৪৭ পিএম

সাউথইস্ট ব্যাংকের “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৫” অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৫” অনুষ্ঠিত

ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. ঢাকায় আয়োজন করে “বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স-২০২৫”।

শনিবার (১৮ জানুয়িারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইনের সভাপতিত্বে এই কনফারেন্সে প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানবৃন্দ, সকল উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ উপস্থিত ছিলেন।


কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান জনাব এম.এ. কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান এবং পরিচালকবৃন্দ যথাক্রমে জনাব আজিম উদ্দীন আহমেদ, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, মোঃ আকিকুর রহমান, জনাব নাসির উদ্দিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম (এশিয়া ইন্সুরেন্স লিমিটেড প্রতিনিধি), স্বতন্ত্র পরিচালক জনাব মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মো. নুরুল ইসলাম (সিংগেল ক্লিক আইটি সল্যুশন প্রাইভেট লিমিটেড প্রতিনিধি), এবং ব্যারিস্টার এম. মইন আলম ফিরোজী।


কনফারেন্সে ২০২৪ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। আলোচনায় ২০২৫ সালের জন্য সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়ন নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

চেয়ারম্যান এম.এ. কাশেম তার বক্তব্যে বলেন, “সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা ও নিষ্ঠাই ব্যাংকের টেকসই উন্নয়ন অর্জনের মূল চাবিকাঠি। কর্মীদের এই অবদানের জন্য তিনি গভীর প্রশংসা করেন এবং তাদের ঐক্য ও পরিশ্রমের মাধ্যমে সাউথইস্ট ব্যাংককে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন।”


ব্যবস্থাপনা পরিচালক ছাদেক হোসাইন ২০২৫ সালে ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কথা উল্লেখ করে বলেন, “এ বছর হবে প্রবৃদ্ধি ও অগ্রগতির মাইলফলক। খেলাপি ঋণ পুনরুদ্ধার, শ্রেণীকৃত ঋণ হ্রাস, লোন পোর্টফোলিও বৈচিত্রিকরণ এবং রিটেইল ডিপোজিট বৃদ্ধির মাধ্যমে ব্যাংক তার অবস্থান সুসংহত করবে।”


সভা শেষে ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের আশাবাদ ব্যক্ত করে কনফারেন্স সমাপ্ত হয়। ২০২৫ সালে ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাউথইস্ট ব্যাংক উদ্ভাবন, আস্থা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।





ডেল্টা টাইমস/সিআর
  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com