পাসপোর্ট যাত্রী প্রায় শুন্যের কোঠায়
ভিসা জটিলতায় স্থবির বেনাপোল,ব্যবসা প্রতিষ্ঠানে ধস
মো. আনিছুর রহমান, বেনাপোল (যশোর):
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:০৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের বেনাপোল দিয়ে ভারতগামী পাসপোর্ট যাত্রী সংখ্যা নেমে এসেছে প্রায় শুন্যের কোঠায়। এক সময় এ পথে প্রতিদিন গড়ে ১০ থেকে ১১ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারত যাতায়াত করত। কিন্তু গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ভারত সরকার ভিসা বন্ধ করে দেওয়ায় এ যাতায়াত কার্যত বন্ধপ্রায়।


ভিসা জটিলতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগী এবং উচ্চশিক্ষারত ছাত্ররা। এতে বেনাপোলের পরিবহন, মানি এক্সচেঞ্জ ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ধস নেমেছে।



গত বছর থেকে ভারত সরকার ভিসা সীমিত করে শুধুমাত্র শিক্ষার্থী ও চিকিৎসা ভিসা চালু রেখেছে। ফলে পর্যটক, ব্যবসায়ী এবং স্বজনদের কাছে যাতায়াতকারীদের জন্য সীমান্ত অতিক্রম প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা জটিলতা তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।


বেনাপোল ফাইভ স্টার পরিবহনের ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, ভিসা বন্ধ থাকায় তাদের পরিবহন ব্যবসায় বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। গ্রিন লাইন পরিবহনের ম্যানেজার রবীন্দ্রনাথ জানান, সামান্য কয়েকজন যাত্রী নিয়ে তাদের গাড়ি চলাচল করছে, যা তেল খরচও পুষিয়ে দিতে পারছে না।


বেনাপোল মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মশিয়ার রহমান জানান, ভিসা বন্ধের আগে দৈনিক ১০ হাজারের বেশি যাত্রী এ পথে যাতায়াত করত। এতে ডলার কেনা-বেচার বড় বাজার ছিল। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে, অফিস পরিচালনাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।


অন্যদিকে, ব্যবসায়িক কাজেও ভিসা বন্ধের প্রভাব পড়েছে। আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, ব্যবসায়িক কাজে ভারত যেতে না পারায় পণ্য যাচাইসহ বিভিন্ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।


বেনাপোলের আশরাফ আলী জানান, তার ছেলে ভারতের ব্যাঙ্গালোরে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। ভিসার জন্য দেশে আসার পর ৬ মাস পার হলেও এখনও ভিসা না পাওয়ায় তার পড়াশোনায় ভাটা পড়েছে।

খুলনার ক্যান্সার রোগী কমলা দেবী জানান, ভিসা না থাকায় ভারতের চেন্নাই গিয়ে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ওষুধও শেষ হয়ে গেছে, তাই কারো মাধ্যমে ভারতের ওপার থেকে ওষুধ আনানোর চেষ্টা করছেন।



বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মাদ আহসানুল কাদের ভুঁইয়া জানান, ভিসা জটিলতার কারণে প্রতিদিন মাত্র ৫০০-৬০০ যাত্রী এ পথে যাতায়াত করছে, যেখানে আগে এ সংখ্যা ছিল ১০-১২ হাজার। ফলে সরকারের রাজস্ব আয়ের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে।

বর্তমান পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টরা ভারত সরকারের কাছে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন।



ডেল্টা টাইমস/সিআর/ আনিছুর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com