সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() সাবেক ডেপুটি গভর্নরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার সবশেষ পাওয়া খবর অনুযায়ী তার বাসা থেকে ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুদকের আভিযানিক দল। এই অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক পরিচালক মো. সাইমুজ্জামান। রোববার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তার রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযান শুরু করে দুদক। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, এসকে সুরের বাসায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালাচ্ছে। এ সংক্রান্ত তথ্য পরে বিস্তারিত জানানো হবে। এর আগে গত ১৪ জানুয়ারি এসকে সুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে তাকে। সম্পদের বিবরণীয় দাখিল না করার অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর করা এক মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে। প্রসঙ্গত, আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম ওঠার পর ২০২২ সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান চালানো শুরু করে দুদক। একই বছরের মার্চে দুদকে তলব করা হয় তাকে। ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান এসকে সুর চৌধুরী। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |