সাইফের ওপর হামলা: গ্রেপ্তার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয়
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() সাইফের ওপর হামলা: গ্রেপ্তার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয় গত বুধবার রাতে সাইফের বান্দ্রার বাসভবনে হানা দেন শরিফুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তি। ভারতীয় গণমাধ্যমের দাবি, শরিফুল মূলত বাংলাদেশি, এবং কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাইয়ে নাম পরিবর্তন করে বসবাস শুরু করেন। ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে বলিউড বাবল জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সাত বছর ধরে মুম্বাইয়ে বাস করছেন, তবে পুলিশ বলছে, তিনি ছয় মাস ধরে ভারতে রয়েছেন। সাইফের ওপর হামলায় অভিযুক্ত ব্যক্তিকে একবার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে। শরিফুলের নাগরিকত্ব নিয়ে তার আইনজীবী সন্দীপ শেখানে বলেন, আদালত সন্দেহভাজন ব্যক্তির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন, তবে পুলিশ আদালতে শরিফুল বাংলাদেশি এমন কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি। তাদের দাবি, শরিফুল ছয় মাস ধরে মুম্বাইয়ে রয়েছেন, কিন্তু এটি মিথ্যা। শরিফুল সাত বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছে এবং তার পরিবারও সেখানে রয়েছে। পুলিশের তদন্ত সঠিকভাবে না হওয়ার অভিযোগও তুলেছেন এই আইনজীবী। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) জড়িত রয়েছেন, এবং গ্রেফতার অভিযানে তার নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, শরিফুল মুম্বাইয়ে কাজ করতেন এবং সাইফ ইস্যুর পর তিনি নিজের আবাসস্থল ও কর্মস্থলে থাকতে ভয় পাচ্ছিলেন। তাই তাকে গ্রেপ্তার করা হয়। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |