বিসিবিতে ইশরাককে কাউন্সিলর করতে ব্রাদার্সের আবেদন
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বিসিবিতে ইশরাককে কাউন্সিলর করতে ব্রাদার্সের আবেদন বিসিবিতে ব্রাদার্স ইউনিয়নের বর্তমান কাউন্সিলর দলটির ক্রিকেট ম্যানেজার আমিন খান। ৫ জানুয়ারি তিনি বিসিবিতে ব্রাদার্সের কাউন্সিলর থেকে পদত্যাগ করে বিসিবিতে চিঠি দেন৷ এরপরই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইশরাক হোসেন কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্তির অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেয় ব্রাদার্স। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদও চার বছর। বিসিবি এই সময়ের মধ্যে সাধারণত কাউন্সিলর পরিবর্তন করতে পারবে না সাধারণ নিয়মে। কোনো কাউন্সিলরের মৃত্যু, স্থায়ী বিদেশ বা পদত্যাগের ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বিদ্যমান কাউন্সিলর পদত্যাগ করলে ক্লাব/সংস্থা থেকে নতুন কাউন্সিলরের নাম বিসিবির বোর্ড সভায় উঠবে। বোর্ড সভায় অনুমোদন হলে প্রস্তাবিত কাউন্সিলর পরিবর্তিত কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত হবেন। ব্রাদার্স ইউনিয়ন চলতি মেয়াদেই এই প্রক্রিয়ায় মিজানুর রহমানের বদলে আমিন খানকে কাউন্সিলর করেছিল। এবার আমিন খানের বদলে ইশরাকের জন্য আবেদন করেছে। ![]() বিসিবিতে ইশরাককে কাউন্সিলর করতে ব্রাদার্সের আবেদন বিসিবিতে কাউন্সিলর সংক্রান্ত আবেদনের সংখ্যা বাড়ছে। ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ হিসেবে স্বীকৃতি পেয়েছে অনেক আগেই। ক্রীড়াঙ্গনের দুই শীর্ষ সংস্থা বাফুফে ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে সাধারণ পরিষদের সদস্য করলেও বিসিবি এখনো করেনি ৷ বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবিতে অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছেন৷ ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |