বিআরটিএ ভবনের সামনে অটোরিক্সা চালকদের অবরোধ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বিআরটিএ ভবনের সামনে অটোরিক্সা চালকদের অবরোধ ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন করায় উত্তরা-কাকলী থেকে মহাখালীগামী রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সোমবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ। তারা জানিয়েছে, সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করায় উত্তরা-কাকলী থেকে মহাখালীগামী রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। অবরোধকারীদের দাবি- গুলো হেচ্ছে— ৫০০০ সিএনজি অটোরিক্সা চালকদের রেজিস্ট্রশন (ব্লু বুক) প্রদান, বিআরটিএ নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা কার্যকর, মিটার ও নো পার্কিং এর নামে পুলিশের হয়রানি-জরিমানা ও মামলা বন্ধ এবং সড়ক পরিবহন আইন-২০২৮ ও বিধিমালা-২০২৩ এর চালক স্বার্থবিরোধী ধারাসমূহ বাতিল। ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগ পরে জানায়, অবরোধকারীরা দেড় ঘণ্টা পর সড়ক থেকে সরে দাঁড়িয়েছে। তাতে আবারও এই রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |