ধর্ম অবমাননার অভিযোগে পপ তারকার মৃত্যুদণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:২২ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে পপ তারকার মৃত্যুদণ্ড

ধর্ম অবমাননার অভিযোগে পপ তারকার মৃত্যুদণ্ড

ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী আমির হোসেন মাগসুদলু যিনি ‘তাতালু’ নামে অধিক পরিচিত, ধর্ম অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত।  

ইরানের সংস্কারবাদী সংবাদপত্র এতেমাদ জানিয়েছে, ধর্ম আবমাননার জন্য তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এই রায়ের বিরুদ্ধে এখনও আপিল করার সুযোগ রয়েছে।

৩৭ বছর বয়সি এই সংগীতশিল্পী ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছেন। তবে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের হাতে তুলে দেয়।

মামলায় ‘পতিতাবৃত্তি’র প্রচার, সেইসাথে তার বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিলো। এরপর তাতালুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তবে এই রায়ে আপত্তি জানান প্রসিকিউটিররা। তাদের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে মামলাটি চালু করা হয়। এরপর তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাপ ও পপ ঘরানার জন্য পরিচিত ট্যাটু আঁকা এই সংগীতশিল্পী ২০১৫ সালে যুগান্তকারী পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন এবং বেশ প্রসংশা পেয়েছিলেন।  



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com