কোটায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র যাচাই করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:৩৯ পিএম

কোটায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র যাচাই করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

কোটায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র যাচাই করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষায় সংরক্ষিত আসনে নির্বাচিত প্রার্থীদের সনদ কিংবা প্রমাণপত্র যাচাই করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। মেডিক্যালে ভর্তির নিয়মিত আনুষ্ঠানিকতা হিসেবে এই কাজ করা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে সই করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) ও ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।     

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল রবিবার (১৯ জানুয়ারি) প্রকাশিত হয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালার ৯ দশমিক ৩ নম্বর অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং পশ্চাৎপদ জনগোষ্ঠির কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৩ ও ২৬ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠির কোটায় নির্বাচিত প্রার্থী এবং ২৭ জানুয়ারি, ২৮ জানুয়ারি ও  ২৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে (মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের পুরাতন ভবনের দ্বিতীয় তলায়) সকাল ১০টায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া এসব কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোটা সংক্রান্ত দলিলাদি আগামী ২১ জানুয়ারির মধ্যে সফট কপি ই-মেইলে (medicaledu313@gmail.com) পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। যাচাই-বাছাইয়ের জন্য দেওয়া তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে বলেও জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

ইমেইলে যেসব কাগজপত্র পাঠাতে হবে– ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র; এসএসসি বা সমমান পরীক্ষার সনদের কপি; এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র; রেজিস্ট্রার্ড জন্ম সনদের কপি; বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের কপি; স্থানীয় সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র; আবেদনকারির বাবা-মায়ের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত সনদের কপি; মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ২০২০ সালের ১৮ অক্টোবর জারি করা বিধি-বিধান অনুসরণ করা হবে।

পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র জমা দিতে হবে। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্রের কপি জমা দিতে হবে।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com