সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:৫১ পিএম

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালার দুই পর্বে সিনিয়র সাংবাদিকরা বেসিক ধারণা, সংবাদ লেখা, তথ্য সংগ্রহ এবং আচরণবিধি নিয়ে প্রশিক্ষণ দেন।

এসময় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের বেসিক ধারণাগুলোকে শক্তিশালী করার জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নিউজ লেখা, সংবাদ সংগ্রহ, আচরণবিধি এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ ১৯তম ব্যাচের সমাপ্তি হলো এবং আগামীকাল থেকে ২০তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।
তিনি আরও জানান, প্রশিক্ষণের শেষ পর্বে ৩০ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে মেধাবীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও, প্রতি মাসে ধারাবাহিকভাবে এমন প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় এ ধরনের কর্মশালার কার্যক্রম শুরু করা হবে।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক এবং নিরপেক্ষ সংগঠন হিসেবে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলমত নির্বিশেষে সাংবাদিকরা এখানে সদস্য হতে পারেন।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হয় এবং সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তালুকদার রুমি, নির্বাহী সম্পাদক, দৈনিক পাঞ্জেরী; ওমর ফারুক জালাল, প্রধান সম্পাদক, ডেইলি প্রেজেন্ট টাইম; খান সেলিম রহমান, সম্পাদক, দৈনিক মাতৃজগত ও সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব; মো. আশরাফ সরকার, সম্পাদক, দৈনিক একুশের বাণী; মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সভাপতি, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব; মো. আজিজুল হক পাটোয়ারি, সম্পাদকমণ্ডলীর সভাপতি, দৈনিক আমার সংগ্রাম; এম এম ফয়েজ উল্লাহ পাঠান, সভাপতি, সাংবাদিক লেখক ও প্রকাশক গণমাধ্যম পাঠাগার ফোরাম; মো. সিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক, মিরপুর প্রেস ক্লাব; মো. সাহজান সাজু, নির্বাহী সম্পাদক, ডেইলি প্রেজেন্ট টাইম; আসিকুর রহমান হাসেমী, পরিচালক, ডিপিসি বাংলা টিভি; মো. আসাদুজ্জামান রনি, বার্তা সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার।


ডেল্টা টাইমস/সিআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com