চেতনায় বাংলাদেশের উদ্যোগে ক্রিকেট কার্নিভালের উদ্বোধন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১১:২৭ এএম আপডেট: ২১.০১.২০২৫ ১১:৩৪ এএম

চেতনায় বাংলাদেশের উদ্যোগে ক্রিকেট কার্নিভালের উদ্বোধন

চেতনায় বাংলাদেশের উদ্যোগে ক্রিকেট কার্নিভালের উদ্বোধন

রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে চেতনায় বাংলাদেশ’র উদ্যোগে ক্রিকেট কার্নিভালের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় আদাবর থানার স্বেচ্ছাসেবী সংগঠন চেতনায় বাংলাদেশ এই আয়োজনের সূচনা করে, যা শহরবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ঢাকাবাসীকে আমন্ত্রণ জানিয়েছিলেন চেতনায় বাংলাদেশ’র আদাবর থানার সংগ্রামী সভাপতি মো. মনোয়ার হাসান জীবন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মো. শিহাব শারার খান। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উদ্দীপনা উদ্বোধনী আয়োজনকে আরো উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক শিহাব শারার খান বলেন, “শ্যামলী ক্লাব মাঠটি শুধুমাত্র খেলাধুলার জন্য নয়, এটি তরুণ প্রজন্মের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে পরিণত হবে। এখান থেকেই উঠে আসবে দেশের জাতীয় দলের ভবিষ্যত খেলোয়াড়রা।” তিনি আরও বলেন, “এই মহৎ উদ্যোগের বাস্তবায়নে কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ফয়সাল সাহেবের প্রতি আদাবরবাসী চিরকাল কৃতজ্ঞ।”

উদ্বোধনী অনুষ্ঠানে চেতনায় বাংলাদেশ’র সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা এই আয়োজনের সাফল্যের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্যামলী ক্লাব মাঠের পরিবেশ ও দর্শকদের উপস্থিতি নিয়ে নিজেদের মুগ্ধতার কথা তুলে ধরেন।

এটি কেবল খেলাধুলার প্রতি তরুণ সমাজের আগ্রহ বাড়াবে না, বরং শ্যামলী ক্লাব মাঠকে একটি স্বপ্নপূরণের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা ভবিষ্যতে যুবক-যুবতীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।



ডেল্টা টাইমস/এমই/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com