তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ১০
ডেল্টা টাইমস ডেস্ক:
|
তুরস্কের নিউজ আউটলেট টিআরটিকে বোলুর গভর্নর আবদুলাজিজ আয়দিন বলেছেন, দিবাগত রাত সাড়ে ৩টায় ১১তলা হোটেলের চতর্থ ফ্লোরে আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে ঘণ্টাব্যাপী কাজ করছেন দমকলকর্মীরা। তবে ঠিক কী কারণে হোটেলে আগুন ধরেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এনিয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন আবদুলাজিজ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলুকে আয়দিন বলেছেন, আতঙ্কে ভবন থেকে লাফ দেওয়ায় দুইজন মারা গেছেন। হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন বলে জানান তিনি। বিভিন্ন ফুটেজে দেখা যায়, হোটেলটির ছাদ এবং উপরের ফ্লোরগুলোতে আগুন জ্বলছে। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |