কাজের ভিসায় সৌদি আরবে যেতে টিকা বাধ্যবাধকতা নয়
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() কাজের ভিসায় সৌদি আরবে যেতে টিকা বাধ্যবাধকতা নয় মঙ্গলবার (২১ জানুয়ারি) সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২০ জানুয়ারি) হজ ও ওমরাহ যাত্রীদের জন্য ম্যানিনজাইটিসের টিকা বাধ্যতামূলক জানিয়ে নির্দেশনা দেয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নির্দেশনায় বলা হয়, যাঁরা ওমরাহ বা হজ করতে যাবেন, অথবা ভ্রমণ ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে ম্যানিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকার সনদ সঙ্গে রাখতে হবে। আরও বলা হয়, এক বছরের কমবয়সী শিশুদের এ টিকা বাধ্যতামূলক নয়। কেউ গত তিন বছরের মধ্যে এই টিকা নিয়ে থাকলে তাঁকে নতুন করে টিকা দিতে হবে না। ১০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে। এজন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর সব এয়ারলাইনসকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। এদিকে, প্রয়োজন অনুযায়ী ম্যানিনজাইটিসের টিকা না পেয়ে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনের সড়ক অবরোধ ও পরে দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সৌদিগামী যাত্রীরা। জানা গেছে, ম্যানিনজাইটিসের টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর ও পোলিওর টিকা নিতে বলেছে সৌদি আরব। বিশেষ করে পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীতজ্বরের টিকা বাধ্যতামূলক। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |