ভোরের কাগজ বন্ধ: বিএফইউজে-ডিইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৫:৫৮ পিএম আপডেট: ২২.০১.২০২৫ ৬:২০ পিএম

.

.

কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণার হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দুটির নেতৃবৃন্দ অবিলম্বে প্রধান কার্যালয় খুলে দেয়াসহ সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের কাজে ফিরিয়ে নেয়ার দাবি জানান।



বুধবার (২২ জানুয়ারি) বিএফইউজে'র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।



বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোরের কাগজ পত্রিকা কর্তৃপক্ষ ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিগত বছরগুলোতে সরকারের কাছ থেকে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করেছে। কিন্তু ভোরের কাগজে কর্মরত সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের ওয়েজবোর্ডের ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা দেয়া হয়নি। বরং প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা তাদের প্রাপ্য বেতন-ভাতার দাবি জানালে তাদের চাকরিচ্যুতিসহ নানা হুমকি-ধমকি দেয়া হয়েছে। নিরূপায় হয়ে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীরা নিয়মতান্ত্রিকভাবে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু সংক্ষুব্ধদের সঙ্গে কোনো আলোচনা না করে কর্তৃপক্ষ হঠকারিতার আশ্রয় নিয়ে প্রধান কার্যালয়সহ পত্রিকাটি বন্ধ ঘোষণা করে।


আমরা ভোরের কাগজ কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে পত্রিকার প্রকাশনা বন্ধের নোটিশ প্রত্যাহার করে, ভোরের কাগজে কর্মরত সংবাদকর্মীদের বেতন-ভাতাসহ আইনানুগ সকল পাওনা বুঝিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে মালিকপক্ষকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।



ডেল্টা টাইমস/সিআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com