মার্চের আগেই বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০:১৫ এএম

মার্চের আগেই বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি

মার্চের আগেই বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন যে, তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান। দেশের নারীদের ফুটবলে উন্নয়নের জন্য অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় ইনফান্তিনো এ কথা বলেন।

ফিফা সভাপতি ইউনূসের কার্বন-নিরপেক্ষ ক্রীড়ার ধারণার প্রশংসা করেন। দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়নে ফিফার সহায়তার প্রতিশ্রুতি দেন। ইনফান্তিনো বলেন, ‘আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরে যেতে চাই।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের অনুরোধে বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য ডরমিটরি ও অন্যান্য অবকাঠামো তৈরির সহায়তার প্রসঙ্গে ইনফান্তিনো জানান, ফিফা এ বিষয়ে অর্থায়নে আগ্রহী। তিনি বলেন, ‘ফিফা বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়ন করতে চায়।’

তিনি আরও জানান, সৌদি আরবের নারীদের ফুটবলে ফিফার সাহায্য অব্যাহত থাকবে এবং এ উদ্যোগ থেকে সৌদিতে থাকা বাংলাদেশি প্রবাসীরাও উপকৃত হবে। 

বাংলাদেশে বর্তমানে চলছে যুব উৎসব। বিপিএলকে কেন্দ্র করে শুরু করা এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছিল ইনফান্তিনোকেও। সে আমন্ত্রণ গ্রহণ করলেও তিনি উপস্থিত হতে পারেননি তাতে। সে কারণে তিনি দুঃখ প্রকাশ করেন।

তার সঙ্গে প্রধান উপদেষ্টার এই সাক্ষাতে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের দূত তারেক আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com