একুশে বইমেলায় আসছে তামান্না ইসনাইনের ‘অবশেষে এলে তুমি’
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() একুশে বইমেলায় আসছে তামান্না ইসনাইনের ‘অবশেষে এলে তুমি’ ‘অবশেষে এলে তুমি’ লেখিকার প্রথম একক আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটি লেখিকার নিজ জীবনের এক অপূর্ব প্রেমকাহিনী ও মাতৃত্বের জন্য যে আত্মত্যাগ তা লেখিকার কলমের ছোঁয়ায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি লেখিকার নিজের জীবনের গল্প হলেও অনেক পাঠকের মনে দাগ কাটতে সক্ষম হবে। প্রকাশক জানান, ‘অবশেষে এলে তুমি’ বইটি মেলায় নব সাহিত্য প্রকাশনীর ৭৪৩, ৭৪৪ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ মূল্য ২০০ টাকা। স্টলের পাশাপাশি বইটি রকমারি ডট কমে পাওয়া যাবে। এছাড়াও লেখিকার নির্বাচিত পঞ্চাশ কবির কবিতা, অশ্রু জলে লেখা কবিতা, তরুণ কবিদের সমাহার নামক তিনটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |